এবারের লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়ছেন ৪ বাংলাদেশি ক্রিকেটার। সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটাররা ভালো খেলায় ডাক পাচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। এলপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে জাতীয় দলের দুই সতীর্থ শরিফুল ইসলাম এবং তাওহীদ হৃদয়।
আজ (রোববার) হচ্ছে ৫ দলের এই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে জাফনা কিংস এবং কলম্বো স্ট্রাইকার্স। ম্যাচে জাফনার হয়ে মাঠে নামতে পারেন তাওহীদ হৃদয় এবং কলম্বোর জার্সিতে দেখা যেতে পারে পেসার শরিফুল ইসলামকে।
বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ৩। শরিফুল-হৃদয় ছাড়াও এবারের এলপিএলে অংশ নিচ্ছেন সাকিব আল হাসান এবং মোহাম্মদ মিঠুন। গল টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন তারা।
এলপিএলে লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রবিন লিগ ফরম্যাটে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার মুখোমুখি হবে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে ম্যাচগুলো। শীর্ষ চার দল জায়গা করে নিবে প্লে-অফে। ২০ আগস্টের ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি।
ক্রীড়াঙ্গন/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ