ইস্টার্ন ব্যাংককে পাঁচলাখ টাকা জরিমানা কেন্দ্রীয় ব্যাংকের The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২২ নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়া ঋণ বিতরণ ও বিতরণকৃত ঋণের তথ্য গোপন করায় বেসরকারিখাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে (ইবিএল) পাঁচলাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, এ সংক্রান্ত একটি চিঠি রোববার (৩ এপ্রিল) ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখারের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বেসরকারি বাণিজ্যিক ব্যাংককে আগামী ১৪ দিনের মধ্যে জরিমানার টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না হলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ইস্টার্ন ব্যাংকের নগদ রিজার্ভ থেকে জরিমানা কেটে নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বর্তমান ব্যাংকিং নিয়ম অনুযায়ী, মেয়াদি ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন প্রয়োজন। একই সময়ে, বাণিজ্যিক ব্যাংককে অবশ্যই একটি নির্দিষ্ট ফর্মে প্রতি মাসে তাদের মেয়াদি ঋণের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পাঠাতে হবে। এমনকি সংশ্লিষ্ট ব্যাংকের কোনো পরিচালক বা কোনো সহযোগীকে ঋণ প্রদান করা হলেও ব্যাংকের উচিত বাংলাদেশ ব্যাংককে তা জানানো। কিন্তু, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের সহযোগী প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে জানায়নি। একই সঙ্গে বড় কিছু ঋণ বিতরণের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেয়নি ব্যাংকটি। তাই ইবিএল কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম ও ব্যাংকিং কোম্পানি আইন লঙ্ঘন করেছে। সূত্র মতে, ইস্টার্ন ব্যাংক তার সহযোগী প্রতিষ্ঠান ইবিএল সিকিউরিটিজ লিমিটেড এবং ইবিএল ফাইন্যান্স লিমিটেডকে বড় অঙ্কের অর্থ ঋণ দেওয়ার সময় কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নেয়নি। এটি কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার এবং ব্যাংকিং কোম্পানি আইনকে লঙ্ঘন করেছে। শুধু তাই নয় এসব ঋণ ব্যাংকটির পরিচালনাও পর্ষদ অনুমোদন করেনি বলে অভিযোগ রয়েছে। এছাড়া বেসরকারি সুপার অয়েল রিফাইনারি কোম্পানিকে ঋণ দিতে গিয়ে অভ্যন্তরীণ ঋণ ঝুঁকি ব্যবস্থা ও রেটিং সিস্টেম নীতি সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সার্কুলার লঙ্ঘন করা হয়েছে। এই তিনটি বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ইবিএল’র কাছে ব্যাখ্যা চেয়েছিল। চিঠিতে দুটি সহযোগী কোম্পানি ও সুপার অয়েল রিফাইনারিকে ঋণ দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। ইবিএলের দেওয়া ব্যাখ্যা কেন্দ্রীয় ব্যাংকের কাছে সন্তোষজনক মনে না হওয়ায় জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনৈতিক/আবির SHARES অর্থনৈতিক বিষয়: