প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৩, ১১:৫৭ অপরাহ্ণ
ইসলামি শিক্ষা প্রসারে বঙ্গবন্ধু ছিলেন নিবেদিত: ডক্টর সামছুল হক চৌধুরী
স্টাফ রিপোর্টারঃ
আজ ৭ই জুলাই ২০২৩ ইং দিরাই উপজেলার স্হানীয় নগদীপুর বাজারে স্পন্দন সাংস্কৃতিক ফোরাম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাটি বাংলার গন-মানুষের নেতা যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর সভাপতি ও বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সাবেক সদস্য, দৌলত পুর উচচ বিদ্যালয়ের অবৈতনিক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিত জনাব ডক্টর সামছুল হক চৌধুরী।
তিনি বলেন- ইসলামে বঙ্গবন্ধুর অনেক অবদান রয়েছে। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্টা করেন। বঙ্গবন্ধুর যেমন দেশের জন্য নিবেদিত ছিলেন, তেমনি ইসলাম ও ইসলামী শিক্ষা প্রসারেও তিনি নিবেদিত ছিলেন। ইতিহাস পর্যালোচনা করলে তার প্রমাণ পাওয়া যায়। তিনি ইসলামের জন্য, ইসলামী শিক্ষার জন্য যে অবদান রেখেছেন তা অনস্বীকার্য।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষা বিস্তার ও মাদরাসা শিক্ষার মানোন্নয়নে যে ভুমিকা রেখেছেন তা দেশের আলেম-ওলামাসহ ইসলাম প্রিয় সর্বস্তরের মানুষ স্মরণ রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল মসজিদ প্রতিষ্টা ইসলামী শিক্ষা পরসারে গুরুত্বপূর্ণ রাখছে। এমনকি এই মসজিদগুলোতে পাঠাগার এবং কুরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও, যারা হজ্বে যাবেন এবং ইমাম হতে চান তাদের প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা রয়েছে।উক্ত দোয়া মাহফিল বয়ান পেশ করেন বিশিস্ট আলেমে দীনগন এবং ঢাকা থেকে আগত বক্তারা নাশিদ পেশ করে দর্শকদের মন জয় করেন॥
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ
Copyright © 2024 The Daily Sylhet. All rights reserved.