ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪

ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দোরাহিম মুসাভি জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবিলায় সব সময় প্রস্তুত।

সোমবার এজেএ ইউনিভার্সিটি অব কমান্ড অ্যান্ড স্টাফ-এ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুসাভি বলেন, সশস্ত্র বাহিনীর দায়িত্ব হলো যেকোনো হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকা এবং এই প্রস্তুতি সবসময় বজায় রাখা হয়।

তবে ‘ইরান কেবল সশস্ত্র বাহিনীর ওপরেই নির্ভরশীল নয়’ উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের আদর্শ রক্ষার জন্য সমগ্র জাতি একসঙ্গে কাজ করে।

ইরানি সেনাপ্রধান বলেন, ‘আমরা আমাদের দায়িত্ব পালনে অটল, যা ইরানকে বিশ্বের অন্যান্য দেশ থেকে আলাদা করে তুলেছে’।

আন্তর্জাতিক/আবির