ইউরো ও কোপা আমেরিকার ফাইনালের সময়সূচি The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪ দীর্ঘ এক মাস লড়াইয়ের পর শেষের পথে ফুটবলের দুই বড় আসর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা। সেমিফাইনালের গন্ডি পেরিয়ে আসর দুটি পা রেখেছে ফাইনালের মহামঞ্চে। এখন অপেক্ষা শিরোপার নির্ধারণীর। তার আগে জেনে নেওয়া যাক ইউরো ও কোপার ফাইনালের সময়সূচি। বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে নির্ধারিত হয়েছে ইউরোর ফাইনালের দুই দল। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে আগেই ফাইনালে পা দিয়ে রেখেছিল স্পেন। গতকাল রাতে নেদারল্যান্ডসকে হারিয়ে স্পেনের সঙ্গী হলো ইংল্যান্ড। ইউরোর ফাইনালে রোববার (১৪ জুলাই) দিবাগত রাত ১টায় শিরোপার লড়াইয়ে নামবে স্পেন ও ইংল্যান্ড। জার্মানির বার্লিনের অলিম্পিয়াস্টাডন স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের সেরা দুই দল। এদিকে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে ২৩ বছর পর ফাইনালে পা রেখেছে কলম্বিয়া। শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার (১৫ জুলাই) ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে দুই দুই দল। খেলা/আবির SHARES খেলাধুলা বিষয়: