ইউক্রেন ছেড়েছে ৬০ লাখের বেশি মানুষ: জাতিসংঘ

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, মে ১৩, ২০২২
A woman with two children and carrying bags walk on a street to leave Ukraine after crossing the Slovak-Ukrainian border in Ubla, eastern Slovakia, close to the Ukrainian city of Welykyj Beresnyj, on February 25, 2022, following Russia’s invasion of the Ukraine. – Ukrainian citizens have started to flee the conflict in their country one day after Russia launched a military attack on neighbouring Ukraine. (Photo by PETER LAZAR / AFP)

 

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ৬০ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়ে গেছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
আল-জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার জাতিসংঘের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ১১ মে পর্যন্ত ইউক্রেন থেকে পালিয়ে গেছে ৬০ লাখ ২৯ হাজার ৭০৫ জন মানুষ।

জাতিসংঘ আরো জানায়, ইউক্রেন ছেড়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ডে।

১৮ থেকে ৬০ বছর বয়সী ইউক্রেনীয় পুরুষরা সামরিক বাহিনীর হয়ে দায়িত্ব পালনের জন্য দেশ ত্যাগ করতে পারেনি। সে কারণে শরণার্থীদের ৯০ শতাংশই নারী ও শিশু বলে জানা গেছে। তবে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের সীমান্তজুড়ে প্রতিদিন শরণার্থীদের দেশ ত্যাগের প্রবণতা কিছুটা কমেছে। গত মার্চ মাসে ইউক্রেন ছেড়েছিল ৩৪ লাখ ইউক্রেনীয়। তবে এপ্রিলে দেশ ছাড়ে ১৫ লাখ মানুষ।

মে মাসের শুরু থেকে প্রায় ৪ লাখ ৯৩ হাজার ইউক্রেনীয় বিদেশে আশ্রয় চেয়েছে এবং জাতিসংঘের অনুমান এ বছর ৮০ লাখের বেশি মানুষ ইউক্রেন থেকে পালিয়ে যেতে পারে।

জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) গবেষণা বলছে, ইউক্রেনে অভ্যন্তরীণভাবেও স্থানান্তর ঘটেছে ৮০ লাখ মানুষের।

সিলেট/আবির