ইউক্রেনকে আরও ৪০ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৩ মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য নতুন করে আরও ৪০ কোটি ডলার মূল্যের একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করার পরিকল্পনা করেছে। ইউক্রেনের পাল্টা আক্রমণের জন্য প্রাথমিকভাবে এতে কামান, বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং স্থল যানবাহন থাকবে বলে মনে করা হচ্ছে। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে বলেছে, তিন মার্কিন কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে দুই জন কর্মকর্তা বলেছেন, মার্কিন এই অস্ত্র সহায়তা প্যাকেজে ক্লাস্টার যুদ্ধাস্ত্র (গুচ্ছ বোমা) অন্তর্ভুক্ত করা হচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে বেশ কিছু স্ট্রাইকার সাঁজোয়া কর্মীবাহক, মাইন ক্লিয়ারিং সরঞ্জাম, ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমের জন্য যুদ্ধাস্ত্র, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স ক্ষেপণাস্ত্র, জ্যাভেলিনসহ ট্যাঙ্ক-বিরোধী অস্ত্র এবং কর্মকর্তাদের জন্য প্যাট্রিক্রাফ্ট এবং অ্যান্টি-এয়ার সিস্টেমের জন্য যুদ্ধাস্ত্র। তবে প্যাকেজটি এখনও চূড়ান্ত করা হয়নি এবং এতে পরিবর্তনও আসতে পারে। আন্তর্জাতিক/আবির SHARES আন্তর্জাতিক বিষয়: