আসামি ধরতে গিয়ে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে আসামি আটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য ও স্থানীয় এক ইউপি সদস্য।

রোববার (২৭ আগস্ট) দুপুরে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সামিউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উপ-পরিদর্শক সামিউর রহমান জানান, দুপুর ১২টার দিকে স্থানীয় এক ইউপি সদস্যসহ সীতাকুণ্ড পুলিশের একটি টহল দল অভিযানে যাচ্ছিল। ফকিরহাট এলাকার ক্রসিং পার হওয়ার সময় পুলিশ ভ্যানটি রেললাইনে আটকে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রেন পুলিশ ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে পুলিশ ভ্যানটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক কনস্টেবলের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

সারাদেশ/আবির