অবশেষে গুঞ্জনকে সত্যি করে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিলেন করিম বেনজেমা। সম্প্রতি সৌদির ক্লাব থেকে লোভনীয় প্রস্তাব পান রিয়াল মাদ্রিদের এই তারকা স্ট্রাইকার। এরপর রোববার (৪ জুন) এক বিবৃতিতে বেনজেমার ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত দুই বছরের জন্য সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দিলেন এই ফরাসি তারকা।
সোমবার (৫ জুন) বেনজেমার সৌদি ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইতালির ফুটবল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানান, বাৎসরিক ২০০ মিলিয়ন ইউরোতে আল ইত্তিহাদে যোগ দিয়েছেন বেনজেমা। সৌদি ক্লাবটির সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ থাকবেন ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।
মঙ্গলবার (৬ জুন) সংবাদ সম্মেলনের মাধ্যমে রিয়াল মাদ্রিদ সমর্থকদের বিদায় জানাবেন বেনজেমা। এরপর সৌদি আরবে যাবেন তিনি।
খেলাধুলা/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ