আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে আবারও সংঘর্ষ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২ নাগোরনো-কারাবাখে আবার আর্মেনিয়া ও আজারবাইজান সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ জন্যে দুপক্ষই একে অপরকে দায়ী করেছে। সোমবার রাত থেকে আবার আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘাত তীব্র হয়েছে। দুপক্ষই প্রচুর গোলাবর্ষণ করেছে। খবর ডয়েচে ভেলের। নাগোরনো-কারাবাখে অঞ্চলটি এখন আজারবাইজানের অধীনে হলেও আগে তা আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা নিয়ন্ত্রণে ছিল। মঙ্গলবার সকালে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, লড়াই এখনো চলছে। পরিস্থিতি যথেষ্ট উত্তেজক। দুপক্ষই একে অপরের ঘাড়ে দায় চাপাচ্ছে। দুপক্ষের দাবি, তারা আক্রান্ত হয়ে জবাব দিয়েছে। সিলেট/আবির SHARES আন্তর্জাতিক বিষয়: