‘আমি এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কে জড়িয়েছি’ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মে ১০, ২০২৩ বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পদ্মশ্রীসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। হলিউডে অভিনয় করেও খ্যাতি কুড়িয়েছেন এই অভিনেত্রী। মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু তার আগে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা স্বীকার করেন প্রিয়াঙ্কা। এ আলাপচারিতায় সঞ্চালক জানতে চান বিয়ের আগে প্রিয়াঙ্কার রোমান্টিক সম্পর্ক ছিল কিনা! জবাবে এই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, অবশ্যই ছিল। আমি এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কে জড়িয়েছি। সম্পর্কে থাকার কারণে আমি নিজেকে সময় দিতে পারিনি।’ একাধিক সম্পর্কে জড়ানোর কারণ ব্যাখ্যা করে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমি মনে করি, আমি অনেক কাজ করেছি। আমি সবসময় যে অভিনেতাদের সঙ্গে কাজ করেছি এবং যাদের সঙ্গে সেটে আমার দেখা হয়েছে; আমি তাদের সঙ্গে ডেট করেছি। একটি সম্পর্ক কেমন হওয়া উচিত সে বিষয়ে আমার ধারণা ছিল এবং একজন উপযুক্ত মানুষ খুঁজছিলাম, যে আমার জীবনে আসবে।’ মহৎ মানুষের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে স্বামী নিক জোনাসের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগের দুই বছর কোনো সম্পর্কে ছিলেন না তিনি। তা উল্লেখ করে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘সম্পর্কগুলো খুব খারাপভাবে শেষ হয়েছে। জীবনে যাদের সঙ্গে সম্পর্কে ছিলাম, তারা চমৎকার মানুষ ছিলেন। কিন্তু আমার স্বামীর সঙ্গে পরিচয়ের আগের দুই বছর আমি কোনো সম্পর্কে ছিলাম না। কারণ আমার জানা দরকার ছিল যে, কেন আমি একই ভুল বার বার করছি।’ ২০১৮ সালের ১ ডিসেম্বর মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। এ দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে প্রিয়াঙ্কার হাতে বেশ কিছু কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাভ এগেন’, ‘সিটাডেল’-এর মতো আন্তর্জাতিক সিরিজের কাজ। ‘সিটাডেল’ সিরিজটি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিরিজ পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন। বিনোদন/আবির SHARES বিনোদন বিষয়: