আমাদের যে ঝুঁকি ছিলো, তা কমে এসেছে: আবহাওয়া অধিদপ্তর The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২৩ অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা নিয়ে আমাদের যে ঝুঁকি ছিলো, তা কমে এসেছে বলে মন্তব্য করেছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। রোববার (১৪ মে) দুপুরে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। মো. আজিজুর রহমান বলেন, মিয়ানমারের সিতুই অঞ্চলে দিয়ে ঝড়টি উপকূলে উঠে আসবে। ফলে কক্সবাজার, টেকনাফ এলাকায় যে ঝুঁকিটা ছিলো, সেটি অনেকটাই কমে এসেছে। তিনি বলেন, কেন্দ্র অতিক্রম করার সময় মোখার সর্বোচ্চ গতিবেগ থাকবে ১২০ থেকে ১৩০ কিলোমিটার। তাই ঝুঁকি কমে গেলেও সেন্টমার্টিনে এর প্রভাব পড়বে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, আমরা আশঙ্কা করছি ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের। এতে টেকনাফ, সেন্টমার্টিনে অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। জাতীয়/আবির SHARES জাতীয় বিষয়: