আবদুল গাফফার চৌধুরী’র মৃত্যুতে ডক্টর সামছুল হক চৌধুরী`র শোক The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মে ২২, ২০২২ স্টাফ রিপোর্ট: দেশবরেণ্য সাংবাদিক অমর একুশে গানের রচিয়তা প্রখ্যাত কলামিষ্ট আবদুল গাফফার চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর কার্যকরী সভাপতি ডক্টর সামছুল হক চৌধুরী এবং যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এম ইকবাল হোসেন। ১৯ শে মে, ২০২২, বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে মারা যান তিনি (ইন্না … রাজিউন)। বেশ কিছু দিন ধরে নানাবিধ রোগে ভুগছিলেন বর্ষীয়ান এ সাংবাদিক। গত শুক্রবার দেশবরেণ্য সাংবাদিক অমর একুশে গানের রচিয়তা প্রখ্যাত কলামিষ্ট জনাব আব্দুল গাফফার চৌধুরীর নামাজে জানাজা শেষে লন্ডনের আলতাব আলী পার্কে শ্রদ্ধা নিবেদন তারা। দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী তার বয়স হয়েছিল ৮৮ বছর। আবদুল গাফফার চৌধুরী ভাষা আন্দোলনের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’-এর রচয়িতা। স্বাধীনতাযুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের গ্রাম উলানিয়ার চৌধুরীবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাজ্যের লন্ডনের মিডলসেক্সের এজোয়ারের মেথুইন রোডের ৫৬ নম্বর বাড়িতে বসবাস করে আসছিলেন। ছাত্রজীবনেই লেখালেখিতে হাতেখড়ি গাফফার চৌধুরীর। ১৯৪৯ সালে মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত মাসিক সওগাত পত্রিকায় তার গল্প প্রকাশিত হয়। ১৯৫২ সালে সাময়িকপত্রে প্রকাশিত হয় প্রথম উপন্যাস ‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’। ১৯৫৬ সালে যোগ দেন তফাজ্জল হোসেন মানিক মিয়া সম্পাদিত দৈনিক ইত্তেফাকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে আবদুল গাফ্ফার চৌধুরী কলমযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হন। জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: