আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মুরারিচাঁদ কবিতা পরিষদের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩

মইনুল হাসান আবির: একুশ বাঙালির প্রেরণার উৎস। বিশ্বের বুকে বাঙালিই একমাত্র জাতি, যারা মায়ের ভাষার অধিকার আদায়ে প্রাণ দিয়েছে। একুশের চেতনায় এসেছে স্বাধীন বাংলাদেশ। স্বাধীন দেশেও বার বার আঘাত এসেছে একুশের চেতনার ওপর। সব ষড়যন্ত্র ছিন্ন করে একুশের শক্তিতেই এগিয়ে চলছে বাঙালি।বায়ান্নের একুশে ফেব্রুয়ারি শহীদ হন রফিক, বরকত, শফিক, সালামসহ নাম না জানা অনেকেই। পৃথিবীতে বাঙালিই একমাত্র জাতি, যে জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছে। ভাষা আন্দোলনের পথ বেয়ে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। বাংলা আজ আন্তর্জাতিক মাতৃভাষা, আর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশের প্রেরণায় আজও বাঙালিকে পথ দেখায়। আজ মহান অমর ২১ শে ফেব্রুয়ারি সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মুরারিচাঁদ কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম সি কলেজের অন্যতম সংগঠন “মুরারিচাঁদ কবিতা পরিষদ”।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি), সকাল ৯.৩০ মিনিটে কলেজের অধ্যক্ষ কার্যালয় থেকে প্রভাতফেরি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন এম সি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ আশরাফুল কবীর, বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ ও সংগঠনসমূহ।

ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রফেসর মোঃ আশরাফুল কবীর। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

“মুরারিচাঁদ কবিতা পরিষদ‘র” পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি এনামুল ইমাম ,সাধারণ সম্পাদক হাসনাত জাহান সুমনা, সাংগঠনিক সম্পাদক মইনুল হাসান আবির, মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ফৌজিয়া আজিজ ও কবিতা পরিষদের সদস্যবৃন্দ ।

এসময় আরো উপস্থিত ছিলেন, মুরারিচাঁদ কবিতা পরিষদের সহ-সভাপতি নির্মল দেব শ্রাবণ, সহ-সাধারণ সম্পাদক জনি আকরাম, সহ-সাংগঠনিক তন্দ্রা কর্মকার রুপা, অর্থ সম্পাদক রিংকু সরকার, সহ-অর্থ সম্পাদক শুভ চন্দ্র পাল, দপ্তর সম্পাদক মিলাদ আহমেদ, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক গোপাল দেবনাথ, আবৃত্তি ও কর্মশালা সম্পাদক সিজান শেখ। কার্যকরী নির্বাহী সদস্য ইভা সিদ্দিকী, তানিয়া তানি, রাধা কর্মকার। সদস্য সামিয়া আক্তার, লিমা, জেসির আরাফাত, মারুফসহ অনেকেই। এদিকে একে একে মুরারিচাঁদ কলেজের বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

সিলেট/সংবাদ