স্টাফ রিপোর্ট: সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চেপটির হাওরের দৌলত পুরের বন্ধে হারভেস্টারে ধান কাটলেন ভাটি বাংলার মাটি ও মানুষের জননন্দিত ব্যক্তি ডক্টর সামছুল হক চৌধুরী।
২১ এপ্রিল, শুক্রবার। (সুনামগঞ্জ-২) দিরাই-শাল্লা আসনের গনমানুষের আশা আশাঙ্খার প্রতীক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার অত্যন্ত আস্হাভাজন পরিচ্ছন্ন, সৎ রাজনীতিবীদ, বিশিষ্ট সমাজ-সেবক নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা ডক্টর সামছুল হক চৌধুরী।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে কৃষিতে আধুনিকতার ছোঁয়া পেয়েছে। কৃষকের মুখে ফুটেছে হাসি। আধুনিক প্রযুক্তির ব্যবহারে সুনামগঞ্জের কৃষকেরা হয়েছে খুশি। সুনামগঞ্জ হাওরে ৭০% সরকারী আর্থিক অনুদানে প্রায় ১ হাজার হারভেস্টার মেশিনের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই কৃষকেরা ঘরে তুলছে সোনালী ফসল।
একজন কৃষক বলেন, ইলান যদি আমরারে প্রতি বছর দেয়া হয় তাইলে আমরা বন্যা অওয়ার আগে ধান কাটি ঘরে তুলতে পারমু। ধানের দামও আমরা ভালা ফাইরাম (পাচ্ছি)।
ডক্টর সামছুল হক চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষি উন্নয়নে কৃষকদের সব ধরনের সহযোগীতা দিয়ে যাচ্ছেন। তাই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আগে যেখানে আমাদের কৃষক ভাইয়ের লোকজনকে দিয়ে জমির ধান কাটত, তারপর মারাই করে শুধু ধান বাহির করত আজ স্মার্ট বাংলাদেশের কৃষকরা সেখানে হারভেস্টারে ধান কাটাই শুধু নয় একবারে জমি থেকে এনে ধান কৃষকের দাঁড়গোরায় পৌছে দিচ্ছে।
তাই স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ ও কৃষকদের প্রতি আহব্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় আওয়ামী লীগ এবং স্থানীয় কৃষকগন।
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ