‘আট লাখের বেশি ছিন্নমূল মানুষকে ঘর দেয়া হবে’

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। সবাইকে পুনর্বাসন করা হবে। সেই লক্ষ্যেই কাজ চলছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী সকাল ১১ টায় এসব ঘর হস্তান্তররে জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দেখেছি দেশে আট লাখের বেশি মানুষ রয়েছে যাদের ঘর নেই। আমরা তাদের জন্য ঘরের ব্যবস্থা করছি। যেসব এলাকায় সরকারের খাসজমি নেই সেসব জায়গায় জমি কিনে আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। এজন্য আমাদের একটি তহবিল ও গঠন করা হয়েছে।

সিলেট/আবির