আইসিসির বিশ্বকাপ সেরা একাদশের নেতৃত্বে রোহিত, চমক আফগানিস্তানের The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪ পর্দা নামলো টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। ফাইনালে মহারণে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই টুর্নামেন্টে ১৭ বছর শিরোপা জিতেছে ভারত। কোন আসর শেষ হলে সেরা একাদশ বাছাই করে থাকে আইসিসি। এটাই রীতি। সোমবার এক বিবৃতিতে সদ্য শেষ হওয়ার বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে একচেটিয়া রাজত্ব ভারতের ক্রিকেটারদের। সেরা একাদশে ভারত থেকে জায়গা পেয়েছেন ছয় ক্রিকেটার। তবে ঠাঁই মিলেনি ফাইনালে ম্যাচসেরার পুরস্কার জেতা বিরাট কোহলির। ভারত থেকে আছেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং এবং জাসপ্রীত বুমরাহ। অন্যদিকে ফাইনাল না খেলেও সেরা একাদশে রয়েছেন আফগানিস্তানের তিন ক্রিকেটার। তারা হলেন দলটির অধিনায়ক রশিদ খান, রহমানুল্লাহ গুরবাজ এবং ফজলহক ফারুকি। একাদশের বাকি দুই ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। ইতিহাস গড়ে প্রথম ফাইনালে আসা দক্ষিণ আফ্রিকার কোন ক্রিকেটার নেই আইসিসির সেরা একাদশে। ১২তম ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে প্রোটিয়া পেসার অ্যানরিখ নরখিয়াকে। এই দলের নেতৃত্ব থাকবে বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মার কাঁধেই। আইসিসির সেরা একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, সূর্যকুমার যাদব, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রশিদ খান, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, ফজলহক ফারুকি। খেলা/আবির SHARES খেলাধুলা বিষয়: