অবৈধভাবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৪ জন বাংলাদেশী নাগরিক আ.ট.ক The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির রানীর ঘাট এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো: চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার ভাইয়ারপাড়া গ্রামের মোঃ এরশাদ হোসেনের ছেলে মোঃ জহির উদ্দীন (২৯), জহির উদ্দিনের স্ত্রী মোছাঃ আফরোজা সুলতানা (২২), একই থানার নোয়ারভিলা গ্রামের মোঃ আবুল কাসেমের ছেলে মোঃ রাকিবুল ইসলাম (১৮) ও পটুয়াখালী জেলার রাঙ্গাবালীর বাহেরচর গ্রামের মোঃ দাদন সিকদারের ছেলে মোঃ মিরাজ (২৭)। সত্যতা নিশ্চিত করে বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিরা গত ৬ মাস পূর্বে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যায়। পরে দেশে ফেরার পথে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: