৬ সমন্বয়ককে পরিবারের কাছে কখন পাঠানো হবে, জানালেন ডিবির হারুন

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক শিগগিরই পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

সোমবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

হারুন অর রশীদ বলেন, আমরা তাদের (সমন্বয়করা) সঙ্গে কথা বলছি, তাদের পরিবারের সঙ্গে কথা বলছি। আমরা মনে করি, তারা শিগগিরই তাদের পরিবারের কাছে চলে যাবেন। আমরা তাদের সিকিউরিটির বিষয়টা দেখছি।’

সমন্বয়কদের পরিবারের সদস্যরা ধন্যবাদ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, পরিবারের লোকজন রোববার রাতেও সমন্বয়কদের দেখা করেছেন। আজও দেখা করেছেন। তারা (সমন্বয়করা) ভালো আছেন দেখে পরিবারের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেছেন, আমাদের জন্যবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, শুক্রবার নিরাপত্তার কথা বলে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রেডের ডিবি কার্যালয়ে নেয়া হয়। পরে শনিবার সারজিস, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।

জাতীয়/আবির