৬৫ বছরের ঊর্ধ্বে কেউ এবার হজে যেতে পারবেন না

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২

 

নিবন্ধন থাকলেও আন্তর্জাতিক নিয়মানুযায়ী ৬৫ বছরের বেশি বয়সী কেউ এবার হজে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

সোমবার (২৫ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) মিলনায়তনে ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন র্শীষক আলোচনায় তিনি একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিগত দুইটি বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারেনি, এবার যাচ্ছে। অন্যান্য বছর ৪ থেকে ৫ মাস সময় পেতাম, এবার মাত্র ২৪ দিন সময় পেয়েছি, এর মধ্যে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাতদিন কাজ করে যাচ্ছি।

নগদ প্রসঙ্গে বলেন, সুদবিহীন লেনদেন ছাড়াও, অন্যান্য অনেক ব্যবস্থা চালু করেছে এটা খুবই সময়োপযোগী। নগদ অ্যাপস থেকে যাকাত ক্যালকুলেটরের মাধ্যমে সহজেই করা যায় । নগদ যে ব্যবস্থা চালু করেছে, সার্বিকভাবে ধন্যবাদ পাওয়ার দাবি রাখে।

নগদের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচএম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, ডিজিটাল পদ্ধতি হচ্ছে অল্পতে এগিয়ে যাওয়া। ঘরে বসেই নগদের মাধ্যমে ফিতরা জাকাতের টাকা ইসলামী পদ্ধতিতে পৌঁছানোর ব্যবস্থা করেছে নগদ। ইসলামী অ্যাপসে লেনদেন করি তাহলে দুনিয়া হল, আখেরাতও হল।

নগদের নিবাহী পরিচালক আমিনুল হক বলেন, ৬ কোটি গ্রাহক বর্তমানে, দেশে ৯০ শতাংশ লোক মুসলিম, তাদেরকে কিভাবে মোবাইল ব্যাংকিং সেবা দেওয়া যায় সে লক্ষ্যেই সেবাটি চালু করা। আপনারা জানেন এক সময় ক্যাশ আউট চার্জ ১৮ টাকার মতো ছিল, আমরা ৯ দশমিক ৯ টাকায় নামিয়ে আনতে সক্ষম হয়েছি। নগদ একটি পরিপূর্ণ দেশীয় একটি ব্র্যান্ড, সকলের সহযোগিতা পেলে অনেক দূর যেতে সক্ষম হবে।

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক আরিফুজ্জামান। সভা পরিচালনা করেন বিএসআরএফ সাধারণ সম্পাদক মাসউদুল হক।

সিলেট/আবির