৩২ টাকা কেজিতে ধান, ৪৫ টাকায় চাল কিনবে সরকার The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪ আসন্ন বোরো মৌসুমে দেশের বাজার থেকে ১৭ লাখ টন ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। লক্ষ্যমাত্রা অনুযায়ী, প্রতিকেজি ধান ৩২ টাকায় এবং সেদ্ধ চাল ৪৫ টাকায় কেনার সিদ্ধান্ত হয়েছে। রোববার (২১ এপ্রিল) মন্ত্রীপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) বৈঠকে এ মূল্য নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ধান-চালের পাশাপাশি ৩৪ টাকা কেজি দরে ৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। এছাড়া আতপ চাল ৪৪ টাকা এবং গম ৩৪ টাকায় কেনার সিদ্ধান্ত হয়েছে। এর আগের মৌসুমে (২০২৩ সাল) ধান ৩০ টাকা, সেদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা কেজি দরে কেনা হয়েছিল। সারাদেশ/আবির SHARES সারা দেশ বিষয়: