৩০০ আসনে প্রার্থী দেবে গণতন্ত্র বিকাশ মঞ্চ

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩

 

সংবিধান অনুযায়ী নির্বাচনের দাবি করে গণতন্ত্র বিকাশ মঞ্চের নেতারা বলেছেন, তত্ত্বাবধায়ক নয়, বর্তমান সরকারের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবেন তারা।

শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর সভাপতিত্বে ‘সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যমূলক নির্বাচনের দাবি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেন, গণতন্ত্রকে সুসংহত করার জন্য এবং গণতন্ত্র বিকাশ করার জন্য, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য গণতন্ত্র বিকাশ মঞ্চ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে ইনশাআল্লাহ৷বিগত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এনপিপি ৮৩টি আসনে প্রার্থী দিয়ে সারাদেশে সাংগঠনিক ভিত্তি প্রমাণ করেছে। এবার আমাদের জোট আরো অন্যান্য দল সম্পৃক্ত হওয়ায় আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছি। আমরা বিশ্বাস করি, বর্তমান নির্বাচন কমিশনের সদিচ্ছা, আন্তরিকতা ও বলিষ্ঠ ভূমিকার মাধ্যমেই অবাধ, সুষ্ঠূ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব।

সংবিধান অনুযায়ী নির্বাচন দাবি করে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, বিএনপিসহ কিছুদল তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। কিন্তু ২০০৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে বিএনপি তত্ত্বাবধায়কের চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছিল এবং সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলো। আবার অনেকে জাতীয় সরকার চাচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না- আমরা জাতীয় সরকারও চাই না। আমরা সমৃদ্ধ, উন্নত এবং আধুনিক বাংলাদেশ গড়তে বর্তমান সংবিধানের আলোকে নির্বাচন চাই।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন এনপিপির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, মহাসচিব ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য মো. ইদ্রিস চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সদস্য সচিব এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের দপ্তর সম্পাদক মো. আব্দুল হাই সরকার, এনপিপির প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য শেখ আবুল কালাম, এনপিপির প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র বিকাশ মঞ্চের মুখপাত্র ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর), এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য শেখ জামাল উদ্দিন, মো. ইমরুল কায়েস, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের সভাপতি হাফেজ মাওলানা মুফতি মো. শাহাদাৎ হুসাইন, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি (বিসিপি)’র চেয়ারম্যান মো. আনিছুর রহমান দেশ। এসময় আরো উপস্থিত ছিলেন, এনপিপি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতারা।

রাজনীতি/আবির