২৩ দিন পর খুললো ঘুমধুম সীমান্তের ৫ বিদ্যালয় The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের কাছাকাছি মিয়ানমারের পরিস্থিতি এখন শান্ত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ কারণে সীমান্ত এলাকায় বন্ধ থাকা পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার থেকে পাঠদান কার্যক্রম চলছে। জানা গেছে, মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের সীমান্তচৌকি এলাকায় গতকাল মঙ্গলবার গোলাগুলি হলেও আজ সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘুমধুম সীমান্তের পরিস্থিতি শান্ত হওয়ায় জেলা প্রশাসকের নির্দেশনায় দীর্ঘ ২৩ দিন পর পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা হয়েছে। প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল, তবে আশাবাদী আগামীকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে। উল্লেখ্য, চলতি বছরের ১৩ জানুয়ারি থেকে মিয়ানমার সীমান্তে দেশটির জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির লাগাতার সংঘর্ষের কারণে গত ৫ ফেব্রুয়ারি থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্তে ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। সারাদেশ/আবির SHARES সারা দেশ বিষয়: