১৯ ইঞ্চি কান নিয়ে ছাগলের বাচ্চার গিনেস রেকর্ড The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুন ২১, ২০২২ পাকিস্তানের করাচিতে একটি ছাগলের বাচ্চা ১৯ ইঞ্চি লম্বা কান নিয়ে জন্মেছে। লম্বা এ কানের জন্য গিনেস রেকর্ড বুকে স্থান পেয়েছে সিম্বা নামে ছাগলের বাচ্চাটি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। করাচির বাসিন্দা মো. হাসান নামে এক ব্যক্তির ছাগল এটি। জন্মের পর বিশাল দুটি কান মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। ৪৬ সেন্টিমিটার কানের জন্য এলাকায় ছাগলটি ব্যাপক জনপ্রিয়তা পায়। গত ৫ জুন জন্ম নেওয়া ছাগলের বাচ্চা নিয়ে স্থানীয় পত্রিকায় খবর প্রকাশ হলে তা নিয়ে হৈচৈ পড়ে যায়। পরে এটি গিনেস রেকর্ড বুক কর্তৃপক্ষের নজরে আসলে তারা এটির কান মাপজোখ করে রেকর্ড বুকে নাম লেখে। সিলেট/আবির SHARES আন্তর্জাতিক বিষয়: