‘হরতাল-অবরোধে ঢাকায় ১৩ দিনে ৬৪ বাসে আগুন’ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩ গত ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৬৪টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডিএমপি। শুক্রবার (১০ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার মহিদ উদ্দিন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার মহিদ উদ্দিন। ছবি: সংগৃহীত এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে উল্লেখ তিনি বলেন, আগুন দেওয়ার সময় জনগণ ও পুলিশের হাতে আটক হয়েছে ১২ জন। এদের মধ্যে কেউ যাত্রীবেশে গাড়িতে উঠে বা নিচে থেকে অগ্নিসংযোগ করেছে। আটকের সময় তাদের থেকে পেট্রল, গান পাউডার, দেশলাই, তুলা, পুরানো কাপড় ইত্যাদি জব্দ করা হয়েছে জানান তিনি। রাজনীতি/আবির SHARES রাজনীতি বিষয়: