পরিবার হারানো শোকাহত রথীন্দ্র দাসকে সমবেদনা জানাতে তাঁর বাড়িতে ডক্টর সামছুল হক চৌধুরী The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৩ স্টাফ রিপোর্ট: স্রোতের টানে ভেসে যাওয়া রথীন্দ্র দাসের স্ত্রী ও দুই সন্তান। ডক্টর সামছুল হক চৌধুরী শোকাহত রথীন্দ্র দাসকে তিনি ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা দেন। তিনি রথীন্দ্র দাসকে শান্তনা দেন এবং গভীর শোক ও সমবেদনা জানান। আজ তাঁহার বাড়িতে যান (সুনামগঞ্জ-২) দিরাই-শাল্লা আসনের গনমানুষের আশা আশাঙ্খার প্রতীক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা ডক্টর সামছুল হক চৌধুরী। উলেখ্য ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সেতু সংলগ্ন ঢলের পানিতে নিমজ্জিত বাহাড়া সড়কে স্রোতের টানে ভেসে যান উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের রথীন্দ্র দাসের স্ত্রী দুর্লভ রানী দাস (৩০) এবং তাদের দুই শিশুসন্তান মেয়ে জবা রানী দাস (৭) ও ছেলে বিজয় চন্দ্র দাস (৫)। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ পরদিন দুর্লভ রানী দাসের মরদেহ উদ্ধার করে । সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মা ও দুই সন্তান ভেসে যাওয়ার ৩ দিন পর মেয়ের মরদেহও উদ্ধার করা হয়েছে। ডক্টর সামছুল হক চৌধুরী একজন জনপ্রতিনিধি না হয়েও তিনি দিরাই-শাল্লাবাসীর মনকে জয় করেছেন তার কাজ ও সততা দিয়ে। তিনি সবসময় অন্যায়ের প্রতিবাদে আগোয়ান। বজ্র কন্ঠে তিনি প্রতিবারই অন্যায়কে রুখে দিয়েছেন। তিনি সুবিধাবঞ্চিত মানুষের পরম বন্ধু হিসেবে পরিচিত। সিলেট/আবির SHARES রাজনীতি বিষয়: