স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেইঃ ডক্টর সামছুল হক চৌধুরী The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩ স্টাফ রিপোর্ট: মাতারগাঁও মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি তরুন রাজনীতিবীদ ডক্টর সামছুল হক চৌধুরী বলেন, পৃথিবীতে শিক্ষার কোনো বিকল্প নেই। আর ওই শিক্ষাকে মস্তিস্কে ধরে রাখতে পুষ্টিকর খাবারেরও বিকল্প নেই। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন ভালো ফলাফল করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আসতে পারে সেই প্রত্যাশা করছি। ২০ ফেব্রুয়ারি, সোমবার। মাতারগাঁও মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাইয়ের নির্বাহি অফিসার মাহমুদুর রহমান মামুন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জাকির হোসেন। উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর সামছুল হক চৌধুরী। জগদল ইউনিয়নের চেয়ারম্যান জনাব হুমায়ুন রশিদ লাভলু, অএ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী, সমাজ সেবক লন্ডন প্রবাসী মোঃ সুলেমান কবির ফুলু, অএ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ দারা মিয়া, সমাজ সেবক লন্ডন প্রবাসী মোঃ রুবেল আহমদ। আরো উপস্থিত ছিলেন অএ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। সিলেট/আবির SHARES রাজনীতি বিষয়: