সোহরাওয়ার্দী উদ্যানে সভামঞ্চে শেখ হাসিনা The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪ বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সভামঞ্চে তিনি উপস্থিত হন। এর আগে সকাল থেকেই সমাবেশে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে দেখা যায়। অনেকে জাতীয় পতাকা মাথায় বেঁধে আসছেন। অনেকে আবার নৌকার ক্যাপ মাথায় দিয়ে বিভিন্ন সাজে সেজেছেন। এ সময় তাদেরকে দলীয় স্লোগান দিতেও দেখা যায়। এছাড়া আওয়ামী লীগের সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জতীয়/আবির SHARES জাতীয় বিষয়: