সুনামগঞ্জ-২ আসনে ডক্টর সামছুল হক চৌধুরীর মনোনয়ন পত্র দাখিল

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩
স্টাফ রিপোর্টার:
দ্বাদশ সংসদ নির্বাচন সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে ডক্টর সামছুল হক চৌধুরীর মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রার্থীরা সহকারী রিটার্নিং অফিসার ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাহমুদুর রহমান মামুনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ(আল আমিন চৌধুরী, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি মো. সামছুল হক চৌধুরী, গণতন্ত্রী পার্টির মনোনীত মিহির রঞ্জন দাস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন, বর্তমান সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মিজানুর রহমান, ঋতেশ রঞ্জন দেব মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যাচাই বাছাই ১-৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর ভোট হবে ৭ জানুয়ারি ২০২৪।