সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে ব্যাপক প্রস্তুতিঃ সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনায় ডক্টর সামছুল হক চৌধুরী

প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৩

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ আনন্দ আজ  ১১/০২/২০২৩ ইংরেজি রোজ শনিবার সুনামগঞ্জ  জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের লক্ষ্যে  গত ১০/০২/২০২৩ ইংরেজি রোজ শনিবার বেলা ২ঃ০০ ঘটিকায় সুনামগঞ্জের সুনাম ভাটি বাংলার কৃতি সন্তান বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ্ব এম.এ.মান্নান এমপি মহোদয়,

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আহমেদ হোসেনকে রিসিভ করতে সিলেট এম.এ.জি ওসমানী  আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন,

দিরাই-শাল্লার আগামী নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সৎ নিষ্ঠাবান ব্যাক্তি গরীব দুঃখী মানুষের বন্ধু দিরাই-শাল্লার আপামরজনতার ভালোবাসার মানুষ এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি  সাবেক সদস্য এবং যুক্তরাজ্য শ্রমিকলীগের সংগ্রামী সভাপতি জনাব ড.সামছুল হক চৌধুরী ,শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সংগ্রামী সিনিয়র সহ সভাপতি মাওঃ আব্দুল কাইয়ূম ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, জানিয়ে ডক্টর সামছুল হক চৌধুরী বলেন- এবারের সম্মেলন সম্মেলনে নেতা-কর্মীদের ঢল নামবে। আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে নিয়ে ভাবেন।