সুনামগঞ্জে পিতা-পুত্র চেয়ারম্যান!

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুন ১, ২০২৪

সুনামগঞ্জের ছাতকে জনপ্রতিনিধি হলেন যুক্তরাজ্য প্রবাসী পিতা-পুত্র। গত বুধবার অনুষ্ঠিত তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বিজয়ী হন রফিকুল ইসলাম কিরণ। একই উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হলেন তার পিতা আলহাজ্ব মোঃ সুন্দর আলী।

পিতা-পুত্রের চেয়ারম্যান হবার বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত হচ্ছে।

পারিবারিক সূত্র জানায়, আলহাজ্ব মোঃ সুন্দর আলী ২০১২ সালে প্রথমবার এবং ২০২১ সালে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।

ছাতক উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম কিরণ কাপপিরিচ প্রতীকে ৪০ হাজার ৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওলাদ আলী রেজা আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩৪৪ ভোট।

জাউয়াবাজার এলাকার বাসিন্দা সাংবাদিক রাজ উদ্দিন জানান, যুক্তরাজ্য প্রবাসী পিতা-পুত্র চেয়ারম্যান হওয়ায় বিষয়টি গত দুদিন ধরে এলাকায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

সিলেট/আবির