সিসিক নির্বাচন: উৎসবে আমেজে ভোট দিচ্ছেন নগরবাসী- ডক্টর সামছুল হক চৌধুরী The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩ স্টাফ রিপোর্ট: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উৎসবে আমেজে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) মনোনয়ন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের সভাপতি ডক্টর সামছুল হক চৌধুরী। বুধবার (২১ জুন) দুুপর ২টায় সিলেট নগরীর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে তিনি এমন কথা বলে । এসময় ডক্টর সামছুল হক চৌধুরী’র সাথে সুনামগঞ্জ-০২ দিরাই-শাল্লা’র কয়েকজন স্থানীয় নেতাকর্মী সঙ্গে ছিলেন। ডক্টর সামছুল হক চৌধুরী বলেন, নগরবাসী উৎসবের আমেজে ভোট দিচ্ছেন। ইভিএমে সহজেই তারা ভোট দিতে পারছেন। তিনি আরও বলেন, ফলাফল যাই হোক সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী’র পক্ষে কাজ করে যাচ্ছি। সিসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিয়েছিল পাঁচটি দল। তাদের মধ্যে ইসলামী আন্দোলন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বর্তমানে তিন স্বতন্ত্র প্রার্থীসহ ভোটের মাঠে রয়েছেন সাতজন মেয়রপ্রার্থী। নির্বাচনের শুরু থেকেই বিএনপিসহ তাদের মিত্ররা ভোট বর্জন করেছেন। এদিকে মেয়র পদে সাতজন লড়লেও আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টির মনোনীত লাঙলের প্রার্থী মো. নজরুল ইসলাম। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সিলেট সিটিতে ১৯০টি ভোটকেন্দ্রের ১ হাজার ৩৬৭টি ভোটকক্ষে ৪ লাখ ৪৭ হাজার ৭৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ২৩৬ জন, মহিলা ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। সিলেট সিটিতে ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭৩ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেট/আবির SHARES রাজনীতি বিষয়: