সিলেট জেলা পুলিশের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সম্পন্ন The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৪ সিলেট জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের অংশগ্রহণে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ‘গ্র্যান্ড ফিনালে’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ এপ্রিল) সিলেট জেলা পুলিশ লাইন্সে প্রতিযোগিতার শেষ ধাপে সেরা প্রতিযোগীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গত ২১ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সিলেট জেলা পুলিশের পুলিশ লাইন্স ও ১১ টি থানায় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বাছাই পর্বে নির্বাচিত সেরা প্রতিযোগীরা গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করেন। উক্ত প্রতিযোগিতায় তিন জন সেরা প্রতিযোগিকে নির্বাচিত করা হয়। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন জেলা পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল মোঃ দেলোয়ার হোসেন, ২য় স্থান অধিকার করেন গোয়াইনঘাট থানার কনস্টেবল আলী আহমদ ও ৩য় স্থান অধিকার করেন গোলাপগঞ্জ থানার কনস্টেবল শামছুল ইসলাম। বিজয়ী প্রতিযোগীদের মধ্যে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল এবং সিলেট অনলাইন লাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী প্রমুখ। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: