সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৬ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪ সিলেটের জৈন্তাপুরে পিকআপভ্যান ও লেগুনার মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) পৌনে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত পল্লিবিদ্যুতের সামনে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে পল্লীবিদ্যুৎ অফিসের সামনে গরু বহনকারী পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। পরে বিকাল ৪টায় মারা যান আরও ২ জন। এ দুর্ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলী পাত্র (৫০), সন্তোষ পাত্রের পুত্রবধু সুচিতা পাত্র (৩০) ও সুচিতা পাত্রের শিশু মেয়ে বিজলী (৬ মাস), একই এলাকার নন্দ পাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র (৩২), সুবেন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৬) ও নিপেন্দ্র পাত্রের স্ত্রী শ্যামলা পাত্র (৫৫)। গুরুতর আহতরা হলেন- একই গ্রামের সন্তোষ পাত্রের পুত্র পুশ পাত্র (৩৫), পুশ পাত্রের ছেলে জিদান পাত্র (৪), নিপেন্দ্র পাত্রের স্ত্রী সেনলা পাত্র (৫৫), সুবেন্দ্র পাত্রের স্ত্রী প্রনতী পাত্র (৩৫) ও লেগুনার চালক মিনহাজ (২৫)। আহত অন্যদের পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতের স্বজন লব পাত্র জানান, পুশ পাত্রের পুরো পরিবার পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চিকনাগুল থেকে উপজেলার মোকামপুঞ্জি যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনতা পুলিশের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করেন। তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. ইউনুস আলী সড়ক দুঘর্টনায় নিহতের কথা নিশ্চিত করেন। তিনি জানান, দুঘর্টনা কবলিত পিকআপ ও লেগুনা গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এদিকে, দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে প্রশাসনের ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে স্থানীয় জনতা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: