সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুন ১৯, ২০২২ স্টেশন থেকে বন্যার পানি নেমে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার (১৯ জুন) সকালে সিলেট রেল স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, পানি নেমে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বলেন, “দুপুর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।” বন্যার পানি উঠে যাওয়ায় শনিবার স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়েছিলো। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে সিলেটে। দুর্গত এলাকায় পানিবন্দি লোকজনকে উদ্ধারে সেনাবাহিনী ও নৌবাহিনী কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট স্বাস্থ্য বিভাগীয় কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে ০১৭১৬২৬০২১১ এবং ০১৭১৫৫০০৮৩৯ নম্বরে যোগাযোগ করা যাবে। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: