সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র ১০ দিনব্যাপী নাট্য প্রদর্শনী শুরু The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ২৭ ফেব্রুয়ারি থেকে ০৭ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী একুশের আলোকে নাট্য প্রদর্শনী শুরু হয় কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে। প্রদর্শনীর উদ্বোধন দিন থিয়েটার মুরারিচাঁদ তাদের প্রযোজনায় পালা “কইন্যা কলির কিচ্ছা” তৃতীয় মঞ্চায়ন করে। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন পালাকার সায়িক সিদ্দিকী। নাটক শেষে আনুষ্ঠানিক পর্বে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো: রিয়াজ, মুরারিচাঁদ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর তোফায়েল আহম্মদ, সহকারী ভারতীয় হাই কমিশনার মানস কুমার মুস্তাফী, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তৌফিক এজদানী চৌধুরী, সিলেট সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসিমা হক খান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বিলাল উদ্দিন ও শেখ নজরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মাসুদ পারভেজসহ আরও অনেক শ্রদ্ধেয়জন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোহনা সাংস্কৃতিক সংগঠন, মুরারিচাঁদ কবিতা পরিষদ ও বাংলাদেশ ছাত্রলীগ এমসি কলেজ শাখার নেতৃবৃন্দ। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: