সবজি নিয়ে হাটে যাওয়ার পথে বাসচাপায় নিহত ৩

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসচাপায় তিন জন নিহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ৯টায় উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের মহেশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সবজি চাষি তাজু মিয়া (২৫), সবুজ মিয়া (৩০) ও অটোরিকশাচালক সোহেল মিয়া (৩৫)। তাজু মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে, সবুজ মিয়া একই গ্রামের দুলা মিয়ার ছেলে এবং সোহেল মিয়া সোলায়মান মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড়ে যাচ্ছিল। পথে মহেশপুর এলাকায় করলাবোঝাই অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই তাজু ও সোহেল মারা যান। আহত অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সবুজের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তারা সবজি নিয়ে পলাশবাড়ির মহেশপুর সবজির হাটে আসছিলেন। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে।

সিলেট/আবির