শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত তাসকিন-শরিফুল

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২২

 

চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ছিলেন না পেসার শরিফুল ইসলাম। অন্যদিকে প্রথম টেস্ট খেললেও পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্ট খেলা হয়নি তাসকিন আহমেদের। ৫ এপ্রিল এই দুই পেসার আগে-ভাগেই দেশে ফিরে এসেছিলেন। দুঃসংবাদ এই যে, দুই পেসার এখনো চোট থেকে সেরে উঠতে পারেননি। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে তাদের থাকার সম্ভাবনা একেবারে ক্ষীণ। কারণ, পুরোপুরি সেরে উঠতে তাসকিনকে পাঠানো হবে ইংল্যান্ডে; শরিফুলের লাগবে অস্ত্রোপচার।

দক্ষিণ আফ্রিকা সফর থেকেই কাঁধের চোটে ভুগছেন তাসকিন। রবিবার এই দুই জনের পুনর্বাসন প্রক্রিয়া ও শ্রীলঙ্কা সিরিজের পরিকল্পনা নিয়ে নির্বাচক ও ক্রিকেট পরিচালনা বিভাগের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই সভা থেকে বেরিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাসকিনকে ইংল্যান্ডে পাঠানোর খবর। তবে ইংল্যান্ডে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেলেই তাসকিনকে সেখানে পাঠানো হবে। সেখানকার চিকিৎসক সার্জারির কোনও পরামর্শ না দিলে, তাসকিনের সেরে উঠতে সময় লাগবে না।

জালাল ইউনুস বলেছেন, ‘তাসকিন ও শরিফুলকে পাওয়া যাবে কিনা এ নিয়ে সন্দেহ আছে। কারণ, তাসকিনের কাঁধের একটা ইস্যু আছে। আমরা শীঘ্রই তাকে বাইরে পাঠাতে পারি। মানে যত তাড়াতাড়ি সম্ভব, আমরা এটাকে প্রপারলি এড্রেস করছি। অলরেডি সে কনভেনশনাল ট্রিটমেন্টে আছে। কিন্তু যদি বেশি সময় লাগে, তখন বিকল্প কোন চিকিৎসা থাকলে সেটার জন্য আমরা ইংল্যান্ডে কথা বলছি। প্রয়োজন পড়লে তাকে আমরা বাইরে পাঠিয়ে দিবো।’

তাসকিনের সার্জারি প্রয়োজন পড়বে কিনা- এ নিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘সার্জারি কিনা আমরা বলতে পারছি না। সার্জারির পর্যায়ে নাই, এটা চিকিৎসকরা ভালো বলতে পারবে।’

এদিকে গোড়ালির সমস্যায় ভুগতে থাকা শরিফুল ইসলাম সেই চোট থেকে সেরে উঠেছেন। বর্তমানে তিনি ভুগছেন অন্য একটি শারীরিক সমস্যায়। সেজন্য প্রয়োজন অস্ত্রোপচার। যার ওপর নির্ভর করছে শরিফুলের মাঠে ফেরাও। আর অস্ত্রোপচার করালে শরিফুল নিশ্চিতভাবেই মিস করবেন শ্রীলঙ্কা সিরিজ।

আগামী ৮ মে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে লঙ্কান ক্রিকেট দল। প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে। ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

সিলেট/আবির