শ্রমবাজারে নারীর ভূমিকা নিয়ে গবেষণায় অর্থনীতিতে নোবেল পেলেন ক্লদিয়া গোল্ডিন The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩ শ্রমবাজারে নারীর ভূমিকা নিয়ে গবেষণার জন্য চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার (যা অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার বা আলফ্রেড নোবেল স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে ভেরিজ রিক্সবাঙ্ক পুরস্কার হিসেবে পরিচিত) পেয়েছেন অধ্যাপক ক্লদিয়া গোল্ডিন। রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ২০২৩ সালের নোবেল বিজয়ী হিসাবে সোমবার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের নাম ঘোষণা করেছে। নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, ক্লদিয়া গোল্ডিন ‘শতাব্দীজুড়ে নারীদের উপার্জন এবং শ্রমবাজারে অংশগ্রহণের প্রথম ব্যাপক বিবরণ প্রদান করেছেন। তার গবেষণা পরিবর্তনের কারণ, সেইসাথে বিদ্যমান লিঙ্গ ব্যবধানের মূল উৎস প্রকাশ করে।’ আন্তর্জাতিক/আবির SHARES আন্তর্জাতিক বিষয়: