শেরপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৪

শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বাতকুচি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হাতিটির আনুমানিক বয়স ৪০ থেকে ৫০ বছর হবে।

বন বিভাগ জানায়, বন্যহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় জেনারেটরের মাধ্যমে ফসলি জমির চারপাশে বিদ্যুতের ব্যবস্থা করেন স্থানীয় কৃষকরা। সেই তারে জড়িয়ে হাতিটির মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পাহাড় থেকে নেমে আসা হাতির দল ধানক্ষেতে তাণ্ডব শুরু করে। সে সময় ক্ষেতের চারপাশে লাগিয়ে রাখা জেনারেটরের তারে জড়িয়ে একটি হাতি ঘটনাস্থলেই মারা যায়।

শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান বলেন, মৃত হাতিটির ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি

 সারাদেশ/আবির