শেখ হাসিনা সরকার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে: ডক্টর সামছুল হক চৌধুরী The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ স্টাফ রিপোর্ট: জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ১৬ ফেব্রুয়ারি, বুধবার। জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি তরুন রাজনীতিবীদ ডক্টর সামছুল হক চৌধুরী। ডক্টর সামছুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী কিছু সফলতা দৃশ্যমান। সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে অভিন্ন পাঠ্যসূচি এর মধ্যে উল্লেখযোগ্য। মাল্টিমিডিয়া ক্লাস এবং করোনাকালীন সংসদ টিভির মাধ্যমে পাঠদান শিক্ষাক্ষেত্রে একটি কার্যকর কৌশল হিসেবে বিবেচিত। মাদ্রাসায় অনার্স কোর্স চালু, কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদান এবং দাওরা হাদিসকে মাস্টার্স সমমান প্রদান করে মাদ্রাসা শিক্ষার প্রসারে বর্তমান সরকার তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে শতভাগ শিশু স্কুলে যাচ্ছে। সরকারের গৃহীত সিদ্ধান্তের কারণেই দেশ উত্তরোত্তর সাফল্য ও সফলতার দিকে এগিয়ে চলছে। প্রাথমিকের সঙ্গে সঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষায়ও সরকারের গৃহীত পদক্ষেপগুলো আলোর মুখ দেখছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদল ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান জনাব হুমায়ুন রশিদ লাভলু, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সাবেক শিক্ষক জনাব কিরন চক্র ব্রতি বানু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব ইফতিয়াক হোসেন মনজু। আরো উপস্থিত ছিলেন জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোস্তফা কামাল ফাশা, জগদল গ্রামের গণ্যমান্য সকল ব্যক্তি বর্গ। এ সময় বক্তারা তাদের বক্তব্যর মাধ্যমে বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখছে এবং স্মার্ট বাংলাদেশ গরার ক্ষেএে শিক্ষার কোনো বিকল্প নেই। সিলেট/আবির SHARES রাজনীতি বিষয়: