শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ জীবন দিতে প্রস্তুত : আইজিপি The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৩ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘যে কোনো সংকটে পুলিশ এগিয়ে আসে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যরা নিজেদের জীবন দিতে প্রস্তুত।’ রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে আরএমপির পুলিশ লাইনে এ সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় এসে পুলিশ বাহিনীকে সর্বাধুনিক করা হয়েছে। বাড়ানো হয়েছে জনবল। পাশাপাশি উন্নত প্রশিক্ষণ দিয়ে পুলিশের সক্ষমতা বাড়ানো হয়েছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশ পুলিশ এখন দক্ষ ও পেশাদারিত্বের মনোভাব নিয়ে কাজ করছে। এ জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল।’ এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইজিপি। পরে র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভাস্থলে আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার, সাবেক উপাচার্য আবদুল খালেক, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক আবদুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন নগর পুলিশের কমিশনার আনিসুর রহমান। সারাদেশ/আবির SHARES সারা দেশ বিষয়: