শান্তিগঞ্জে ৩০ টাকা কেজিতে ওএমএস’র চাল বিক্রি শুরু The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২ শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:: খাদ্য শস্যের বাজার মূল্যে উর্ধ্বগতির প্রবণতা রোধকল্পে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা প্রদানের লক্ষ্যে শান্তিগঞ্জে সরকার কর্তৃক পরিচালিত খোলা বাজারে ৩০ টাকা কেজিতে চাল বিক্রয় কার্যক্রম(ওএমএস) এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শান্তিগঞ্জ বাজারে এই ওএমএস কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান। এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমায়েদ নূর ও ডিলার জসিম উদ্দিন প্রমুখ৷ সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: