শপথ নিলেন মার্কিন প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২২ দীর্ঘ ২৩৩ বছরের ইতিহাস ভেঙে মার্কিন সুপ্রিমকোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে শপথ নিলেন কেতানিজ ব্রাউন জ্যাকসন। বৃহস্পতিবার শপথ নেন তিনি। ২৩৩ বছর পর এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী সর্বোচ্চ আদালতের বিচারপতি হলেন। ৫১ বছর বয়সী জ্যাকসন এমন সময় সুপ্রিমকোর্টে যোগ দিলেন, যখন সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিদের বিরুদ্ধে আদালতের রায়ের ক্ষেত্রে তাদের প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। মার্কিনসুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে এখন ৬-৩ ব্যবধানে রক্ষণশীলরা এগিয়ে আছেন। সূত্র: রয়টার্স সিলেট/আবির SHARES আন্তর্জাতিক বিষয়: