রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, ৯ শ্রমিক দগ্ধ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কেমিক্যাল কারখানার গুদামে আগুন লেগে ৯ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় এ কে এম সেলিমের মালিকানাধীন লিলি কেমিক্যাল কোম্পানির টিনশেড কারখানায় এই আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৯ জন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সবারই জরুরি বিভাগের চিকিৎসা চলছে। দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা বাতেন মিয়া জানান, আগুনের খবর পেয়ে আড়াইহাজার ও আদমজী স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃষ্টির কারণে আগুন বেশি ছড়াতে পারেনি। তবে কাছে থাকা ৯ শ্রমিক দগ্ধ হয়েছেন। সারাদেশ/আবির SHARES সারা দেশ বিষয়: