রাশিয়ার ছোড়া ১০ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুন ১, ২০২৩ রাশিয়ার ছোড়া ১০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। বৃহস্পতিবার ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, বুধবার রাতে রাজধানী কিয়েভসহ অন্যান্য অঞ্চলকে নিশানা করে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছিল রাশিয়া। খবর সিএনএনের। কেয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ বাহিনী ইস্কান্দার স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক এবং সমালোচনামূলক অবকাঠামো লক্ষ্যবস্তু করেছে। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের তথ্য মতে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে একটি শিশু ক্লিনিক, দুটি স্কুল এবং একটি পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে একটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই শিশুসহ কমপক্ষে তিনজন ধ্বংসাবশেষ পড়ে মারা গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান বলেছিলেন যে হামলাগুলো স্থলভিত্তিক কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে এবং বিমান থেকে আসেনি। কিয়েভ কর্তৃপক্ষের দাবি, রাজধানীর দিকে ধেয়ে আসা সব রুশ ক্ষেপণাস্ত্রই আকাশে ধ্বংস করা হয়েছে বলে তারা মনে করছে। আন্তর্জাতিক/আবির SHARES আন্তর্জাতিক বিষয়: