রাজধানীতে পার্কের ভেতর যুবকের লাশ

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩

রাজধানীর পান্থপথ লাগোয়া পান্থকুঞ্জ পার্কের বটগাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় লুঙ্গি পেচিয়ে ফাঁস দেওয়া ছিল লাশটি।

২৫ বছর বয়সি ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফা জানান, বুধবার ভোর ৩টার দিকে টহল পুলিশ ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায়। পার্কের একটি বটগাছে ঝুলছিল তার লাশ। লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল।

পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ওই যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট। তার পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠিয়েছে।

সারাদেশ/আবির