যুক্তরাষ্ট্রে থামছে না গুলির ঘটনা, আবারও নিহত ৩ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুন ৩, ২০২২ যুক্তরাষ্ট্রের লোয়া অঙ্গরাজ্যে একটি চার্চের গুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ জুন) চার্চের পাকিং লটে নির্বিচারে চালিয়ে দুই নারীকে খুন করেছে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, পরে নিজের দিকে গুলি চালিয়ে নিহত হয়েছে ওই ব্যক্তি। গত কয়েক দিনের মধ্যে দেশটিতে এ নিয়ে তৃতীয়বারের মতো গুলির ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বন্দুক সহিংসতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার কিছুক্ষণের মধ্যেই লোয়া অঙ্গরাজ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। গত কয়েক দিনে নিউ ইয়র্কেরর বাফেলো, টেক্সাসের উভালদে এবং ওকলাহোমার তুলসায় নির্বিচার গুলি চালানোর ঘটনা ঘটেছে। এছাড়া বৃহস্পতিবার উইসকনসিনের র্যাসিনে এক গোরস্থানে শেষকৃত্যে আরও একটি গুলির ঘটনায় দুই জন আহত হয়েছেন। জানা যায়, লোয়ায় গুলি চালানোর ঘটনাটি ঘটে কর্নারস্টোন চার্চের বাইরে। আমেস শহরের এই চার্চের ভেতরে অনুষ্ঠান চলার মধ্যে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা নিকোলাস লেনি। লেনি জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় কিংবা তাদের মধ্যে কোনও সম্পর্ক ছিল কিনা তা প্রকাশ করেননি তিনি। লেনি বলেন, ‘দৃশ্যত এটি বিচ্ছিন্ন, একক হামলার ঘটনা’। এই হামলার কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ, অতীত ইতিহাস খতিয়ে দেখার আওতা সম্প্রসারণ এবং বন্দুক নিয়ন্ত্রণে অন্যান্য পদক্ষেপ নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক গুলি চালানোর দিকে ইঙ্গিত করে বাইডেন বলেন, ‘যথেষ্ট, যথেষ্ট হয়েছে’। সিলেটেরকন্ঠ/আবির SHARES আন্তর্জাতিক বিষয়: