মোসাদ্দেকের ঘূর্ণিতে কাঁপছে জিম্বাবুয়ে The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২ মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত বোলিংয়ে স্বপ্নের মতো শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথম ওভারে জোড়া উইকেট পেয়েছেন মোসাদ্দেক। পরের ওভারে এসে আবারও উইকেটের দেখা পান তিনি। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে শন উইলিয়ামসকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। প্রথম ওভারে বল করতে আসেন মোসাদ্দেক। তার অফ স্টাম্পের বেশ বাইরে বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দেন রেজিস চাকাভা। আর ওভারের শেষ বলে ক্যাচ দেন ওয়েসলে মাধেভেরে। দ্বিতীয় ওভারে এসে আরেকটি উইকেট পান মোসাদ্দেক। তার তৃতীয় শিকার ক্রেইগ আরভিন। নিজের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই শন উইলিয়ামসকে ফেরান তিনি। প্রথম ওভারেই জোড়া উইকেট মোসাদ্দেকেরপ্রথম ওভারেই জোড়া উইকেট মোসাদ্দেকের ৩ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন মোসাদ্দেক হোসেন। টি-টোয়েন্টিতে এটিই তার সেরা বোলিং ফিগার। প্রথম ম্যাচে ১৭ রানে জিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে তাদের। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই টাইগারদের। সিলেট/আবির SHARES খেলাধুলা বিষয়: