মেসি ও নেইমারকে নিয়ে পিএসজি ভক্তদের বিক্ষোভ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মে ৫, ২০২৩ বেশ কিছু দিন ধরে মাঠে বাজে সময় কাটাচ্ছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। বড় ক্লাব হওয়ার নেশায় দলে একে একে ভিড়িয়েছেন ফুটবলের তারকা খেলোয়াড়দের তবে তাতেও কোনো কাজ হয়নি। চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য নেইমার, হাকিমি, সার্জিও রামোস, লিওনেল মেসিদের মতো বড় তারকা খেলোয়াড়দের দলে রেখেছেন। সঙ্গে আছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও কিন্তু শিরোপা যেন কিছুতেই ধরা দিতে চাচ্ছে না তাদের হাতে। এতে করে কিছুটা চটেই রয়েছে ক্লাবটির ভক্তরা। এর মধ্যে ইনজুরি নিয়ে মাঠের বাইরে নেইমার। সঙ্গে মেসির সৌদি ভ্রমণের জন্য নিষেধাজ্ঞা যেন আরো তাতিয়ে তুলেছে সমর্থকদের। আর তাতেই এবার মেসি এবং নেইমারের বিরুদ্ধে গালাগাল দিয়ে স্লোগান দিয়েছে পিএসজি ভক্তরা। এসময় ক্লাবটির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী, গত বুধবার পিএসজির উগ্র-সমর্থকরা প্রথমে পিএসজির প্রধান কার্যালয়ের সামনে মেসির বিরুদ্ধে বিক্ষোভ করে এবং সেসময় গালাগাল যুক্ত স্লোগান দেয়। আর সেই বিক্ষোভের ভিডিও তৎক্ষণাৎ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সেই স্লোগানের ভিডিও আপলোড করেছেন। সেখানেই থেমে থাকেনি ভক্তরা এরপর চলে যান প্যারিসে নেইমারের বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়েও একই রকম বিক্ষোভ আর গালাগাল যুক্ত করে উগ্র স্লোগান দেয় পিএসজি সমর্থকরা। সেই সময় ভক্তরা নেইমারকে উদ্দেশ্য করে ‘নেইমার চলে যাও’ স্লোগান দিতে থাকেন। এদিকে সমর্থকদের এমন উগ্র আচরণ ভালোভাবে নেয়নি পিএসজি কর্তৃপক্ষ। সমর্থকদের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে পিএসজি এক বিবৃতি প্রকাশ করে। সেখানে ক্লাবটি জানায়, ‘একটি ছোট গোষ্ঠীর অসহনীয় ও অপমানজনক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাই আমরা। মতপার্থক্য থাকতেই পারে। তবে এ ধরনের কাজকে কেউই সমর্থন করতে পারে না। সমর্থকদের এমন লজ্জাজনক আচরণের ঘটনায় ক্লাব তার খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টদের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে।’ খেলাধুলা/আবির SHARES খেলাধুলা বিষয়: